
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের পানি খাওয়ার দুটো টিউবওয়েলই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কতৃপক্ষের চরম উদাসীনতা আর খামখেয়ালিপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও স্কুল কতৃপক্ষ টিউবওয়েল দুটো মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে এই স্কুলে পড়তে আসা প্রায় ৫০০ শিশু পানির পিপাসা লাগলেও পানি খেতে পারছে না। প্রাইমারি স্কুলের সাথেই আছে একটি হাইস্কুল এবং বাজার।টিউবওয়েল দুটি নষ্ট থাকায় তারাও চরম বিপাকের মধ্যে আছে। স্হানীয় দোকানদার শামীম হোসেন জানান, একটি টিউবওয়েল দুবছর আগে পোতা কিন্তু সেটা দিয়ে কোনোদিন পানি ওঠেনি। আর একটা আজ একমাস যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। স্কুল কতৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে স্কুলের বাচ্চারা সহ বাজারের লোকজনকে দুরে অবস্হিত মসজিদের টিউবওয়েলে যেয়ে পানি পান করতে হচ্ছে। স্কুল মাঠেই অবস্হিত দোকানিও একই বক্তব্য দেন। স্হানীয় বাসিন্দা মিজানুর রহমান মিলন জানান, চার গ্রাম মিলে একটা স্কুল। আমিও এই স্কুলে পড়েছি। গ্রামে এত বড়বড় নেতা আর স্কুল কমিটি মিলে একটা টিউবওয়েল ঠিক করতে পারেনা এটা দুঃখজনক। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আফসানা নাজনীন বলেন, আমরা মৌখিক ভাবে কতৃপক্ষকে অবহিত করেছি। কবে নাগাদ ঠিক হবে বলতে পারছি না। স্কুলের সভাপতি, পাশের হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফা জানান, টিউবওয়েল দুটো অনেক দিন ধরে খারাপ হয়ে আছে। কবে নাগাদ মেরামত হবে এব্যাপারে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। আমি আগামীকাল তার কাছথেকে শুনে আপনাকে জানাবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho