Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ঝিকরগাছায় দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার পল্লী বিদ্যুৎ কর্মচারী

আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা থেকে
এপ্রিল ১২, ২০২২ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ্য দিবালোকে ঝিকরগাছা বাজারের বাসস্ট্যান্ডে ছিনতাইয়ের শিকার হলেন নুর ইসলাম নামের এক পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী। ছিনতাইকারী তার মোটরসাইকেলে ঝোলানো অফিস ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

সোমবার (১১ এপ্রিল) দুপুরের দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

নুর ইসলাম জানান, তিনি ঝিকরগাছা কাউন্সিল রোডে অবস্থিত একটি সবজির দোকানে শসা কিনছিলেন। এমন সময় ২০/২২ বছরের একটা ছেলে তার মোটরসাইকেলে ঝুলিয়ে রাখা অফিস ব্যাগটি কিছু বুঝে উঠার আগেই টান মেরে খুলে নিয়ে ফুটপাত দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তিনি দ্রুত মোটরসাইকেল পার্ক করে রেখে ছিনতাইকারীর পিছু নেন কিন্তু অনেক  ভিড় থাকায় তাকে ধরতে পারেননি। ঘটনাস্থলের একটু সামনে নিশানা মার্কেটের সামনে টহল পুলিশ দেখে নুর ইসলাম তাদের কাছে যেয়ে ঘটনা খুলে বলে এবং সাহায্য চাইলে পুলিশ তাকে বলে, কেউ ব্যাগ নিয়ে দৌঁড় দিলে তারা কি করবে?
তিনি বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের পিওন কাম মেসেঞ্জার এর দায়িত্বে আছেন…। ব্যাগের মধ্যে তার মোটরসাইকেলের কাগজ, ড্রাইভিং লাইসেন্স, জমির দলিল সহ আরও অনেক জরুরি জিনিসপত্র ছিল বলে জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।