সোনালী আশেঁর সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে পাট উৎপাদন কারী পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার উপজেলা সরকারি গণগ্রন্থাগারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে, আলোচক ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অনুপ কুমার সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাইফুল আজম খান,উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ অনেকেই। জানা গেছে, ১৫০জন প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।