পাবনা আমিনপুরে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মেয়ের জামাই ভুয়াপরিচয় দানকারী মামলাবাজ রঞ্জুর বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মেয়ের জামাই পরিচয় দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ধর্ষণ মামলা দায়ের, অতপর টাকার বিনিময়ে সমঝোতা-এ ধরনের মামলা বানিজ্যের অভিযোগে পাবনার আমিনপুরে কয়েক হাজার গ্রামবাসী আজ মঙ্গল বার (১২ এপ্রিল) দুপুরে আমিনপুর বাসস্ট্যান্ড বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ ও মানববন্ধন করেন।
গ্রামবাসীদের অভিযোগ, রঞ্জু ব্যাপারী নামে এক ব্যক্তি দুইমাস আগে আমিনপুরে হাসান নামের এক ব্যাক্তির বাড়ী ভাড়া নেয়। তারপর তারা সাবেক তথ্যমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ভয়ভৃতি দেখায় ও সাধারণকে বিভিন্ন মামলা দেন এবং পুলিশকে মামলা নিতে বাধ্য করে। পরে টাকার বিনিময়ে অভিযোগ প্রত্যাহার করে নেন রঞ্জু।
সম্প্রতি তারা গ্রামের ৬ জন বিশিষ্ট ব্যক্তির নামে মিথ্যা ধর্ষনের মামলা দিলে বিক্ষোতে ফেটে পড়েন এলাকাবাসী।
এসময় প্রায় ১ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উরধতন করতো কর্মকর্তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রঞ্জুর স্ত্রী ও দুই মেয়েকে পুলিশ থানায় নিয়ে যায়। তবে সেসময় মুল হোতা রঞ্জুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নাই।