ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে ১২এপ্রিল২০২২ইং রোজ মঙ্গলবার কৃষি অফিস চত্ত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। গত ১০এপ্রিল২০২২ইং রোজ রবিবার প্রাকৃতিক দুর্যোগে আকস্মিক শিলাবৃষ্টির কারণে মাঠে থাকা ফসল নষ্ট হলে কৃষকের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। আর এসব কৃষককে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারিভাবে প্রায় ১হাজার কৃষকের মাঝে পাট,আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুয়েল মার্ড্ডি,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,সাদেকুল ইসলাম (প্রমুখ)৷