শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চন্দনাইশে ৮ মাস পর অপহরণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় র্দীঘ আট মাস পর অপহরণ মামলার এক পলাতক আসামি চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৪ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে চন্দনাইশ থানার এস আই মাজহারুল হক ও তার সঙ্গীয় র্ফোসসহ অভিযান চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং উপজেলার সোলতান আহম্মদের বাড়ী এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আবদুল হাকিম প্রকাশ (মো.রফিক) (৫০) বলে জানা যায়। থানা সূত্রে জানা যায়, গত ৩০/০৭/২০২১ ইং তারিখে বিকেল ৪ টার সময় উপজেলা বৈলতলী জাফরাবাদ এলাকার মো.আলম (প্রকাশ) মো.আলীর মেয়ে নাবিলা সুলতানা ইস্পা (৩) কে তার বাড়ীর উঠান থেকে কৌশলে গ্রেফতারকৃত আসামী রফিক অপহরণ করে নিয়ে যায়। পরে ০১/০৮/২০২১ ইং তারিখে চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণকৃত অভিযোগ/মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ০২/০৮/২০২১ ইং তারিখে অপহরকৃত ভিকটিম নাবিলা সুলতানা ইস্পাকে উদ্ধার করা হলেও আসামী ছিল ধরা ছোঁয়ার বাহিরে। অবশেষে র্দীঘ আট মাস পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানার হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চন্দনাইশে ৮ মাস পর অপহরণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় র্দীঘ আট মাস পর অপহরণ মামলার এক পলাতক আসামি চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৪ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে চন্দনাইশ থানার এস আই মাজহারুল হক ও তার সঙ্গীয় র্ফোসসহ অভিযান চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং উপজেলার সোলতান আহম্মদের বাড়ী এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আবদুল হাকিম প্রকাশ (মো.রফিক) (৫০) বলে জানা যায়। থানা সূত্রে জানা যায়, গত ৩০/০৭/২০২১ ইং তারিখে বিকেল ৪ টার সময় উপজেলা বৈলতলী জাফরাবাদ এলাকার মো.আলম (প্রকাশ) মো.আলীর মেয়ে নাবিলা সুলতানা ইস্পা (৩) কে তার বাড়ীর উঠান থেকে কৌশলে গ্রেফতারকৃত আসামী রফিক অপহরণ করে নিয়ে যায়। পরে ০১/০৮/২০২১ ইং তারিখে চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণকৃত অভিযোগ/মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ০২/০৮/২০২১ ইং তারিখে অপহরকৃত ভিকটিম নাবিলা সুলতানা ইস্পাকে উদ্ধার করা হলেও আসামী ছিল ধরা ছোঁয়ার বাহিরে। অবশেষে র্দীঘ আট মাস পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানার হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।