শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

‘খারকিভে রুশ অভিযানে পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক নিহত’

ছবি-সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর অভিযানে এ পর্যন্ত পাঁচ শ’র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এক বিবৃতিতে এই দাবি করেছেন শহরটির গভর্নর ওলেগ সিনেগুবভ। খবর বার্তা সংস্থা এপির।

তিনি বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত খারকিভে কমপক্ষে ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ২৪ শিশুও রয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে এই হতাহত হয়। এর পাশাপাশি মাইন বিস্ফোরণেও অনেক প্রাণহানি হচ্ছে।

খারকিভ কর্তৃপক্ষ জানায়, বিমান থেকে এসব মাইন ফেলছে রুশ বাহিনী। এরই মধ্যে এসব মাইন অপসারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। রুশ বাহিনীর অভিযান শুরুর আগে শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস ছিল।

জনপ্রিয়

‘খারকিভে রুশ অভিযানে পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক নিহত’

প্রকাশের সময় : ১২:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর অভিযানে এ পর্যন্ত পাঁচ শ’র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এক বিবৃতিতে এই দাবি করেছেন শহরটির গভর্নর ওলেগ সিনেগুবভ। খবর বার্তা সংস্থা এপির।

তিনি বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত খারকিভে কমপক্ষে ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ২৪ শিশুও রয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে এই হতাহত হয়। এর পাশাপাশি মাইন বিস্ফোরণেও অনেক প্রাণহানি হচ্ছে।

খারকিভ কর্তৃপক্ষ জানায়, বিমান থেকে এসব মাইন ফেলছে রুশ বাহিনী। এরই মধ্যে এসব মাইন অপসারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। রুশ বাহিনীর অভিযান শুরুর আগে শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস ছিল।