
স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) সদস্যরা গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের দুটি ব্যাটালিয়নের কর্মকর্তা ও সেনা সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন। কিয়েভের বিশেষ সেনা ইউনিটে তাদের প্রশিক্ষণ চলে। শুক্রবার (১৫ এপ্রিল) ইউক্রেনের দুটি ব্যাটালিয়নের কর্মকর্তারা দ্য টাইমস অব লন্ডনকে বলেন, গত সপ্তাহ ও তার আগের সপ্তাহে এসএএস বাহিনী তাদের সেশন পরিচালনা করেছে। প্রশিক্ষকরা তাদের ট্যাংকবিধ্বংসী ব্রিটিশ ক্ষেপণাস্ত্র এনএলএডব্লিউ চালানো শিখিয়েছেন বলে জানান এক কমান্ডার। রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরুর পর প্রথমবার দেশটিতে ব্রিটিশ সেনাদের দায়িত্ব পালনের খবর হলেও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তা নিশ্চিত করেনি বলে জানায় বিবিসি।
ইউক্রেনে রাশিয়ার অভিযানে পশ্চিমা দেশগুলোর যুক্ত হওয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া, রাশিয়ার এই হুমকির মধ্যে ইউক্রেনে বিশেষ ব্রিটিশ বাহিনীর ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার খবর এলো। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলে নেওয়ার পর থেকেই ইউক্রেনে ব্রিটিশ সেনা প্রশিক্ষকদের উপস্থিতি ছিল। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছেন এই আশঙ্কা থেকে ফেব্রুয়ারিতেই সব প্রশিক্ষককে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho