জয়পুরহাটের ক্ষেতলালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
রোববার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিষদের অফিস সহকারী এস এম শওকত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ, প্রভাষক আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী মন্ডল, মোফাজ্জল হোসেন, সাংবাদিক আজিজার রহমান, আখতারুজ্জামান তালুকদার।

এসময় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর মূরালে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন কুমার রায়, কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁ, পিআইও রুহুল আমিন পাপন প্রমুখ।