শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় কামারের দোকানগুলোতে এখন কৃষকের ভিড়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটুরে কামার দোকানগুলোয় এখন কৃষক ভিড় বাড়ছে ৷ বোরো ( ইরি) ধান কাটতে পুরানো কাঁচি ধার কাটানো আর নতুন কিনতে কৃষকেরা কামার দোকানগুলোয় আসছেন ৷ এদিকে বোরো ধান কাটা সামনে রেখে কামারেরা এখন কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন ৷
উল্লাপাড়া উপজেলার প্রায় সব মাঠেই এবারেও বছরের প্রধান বোরো ধান ফসলের আবাদ হয়েছে ৷ কৃষকেরা বেশী হারে ফলনশীল উন্নত নানা জাতের ধানের আবাদ করেছেন ৷ আগাম করে আবাদ করা ধানের ছড়া বেরিয়েছে ৷ খোজ নিয়ে জানা গেছে ঈদের দু’চারদিন আগে থেকে রামকৃষ্ণপুর , সলঙ্গা ইউনিয়ন এলাকার বেশ কিছু মাঠে বোরো ধান কাটা শুরু হবে ৷ এর আগে প্রায় গোটা উপজেলার কৃষকেরা ধান কাটার হাতিয়ার কাঁচি ধার কাটানোয় নিজ এলাকার কামার দোকানগুলোয় যাচ্ছেন ৷ উপজেলার গ্রামীণ হাটগুলোয় এক দু’টি করে কামার দোকান আছে ৷ এছাড়া শহরে ওভার ব্রীজ এলাকায় , ঘোষগাতী মহল্লায় মিলে প্রায় পনেরটি কামার দোকান আছে ৷ উপজেলার সলঙ্গা ইউনিয়নের আংগারু হাটে খোলা জায়গায় সপ্তাহের দু’দিন হাটবারে অন্য সময় একজন কামার নিয়মিত দোকান নিয়ে বসলেও এখন দু’জন বসছেন ৷ কামার মোন্নাফ মিয়ার দোকানে জনা পাচেক কৃষককে বসে থাকতে দেখা গেছে ৷ এরা পুরানো কাঁচি ধার কাটানোর জন্য এনে কামার দোকানে দিয়ে অপেক্ষায় আছেন ৷ আবার নতুন কাঁচি কিনবেন বলে জানান ৷

কামার দোকানি মোন্নাফ মিয়া প্রতিবেদককে বলেন প্রায় দেড় যুগ ধরে কামার পেশায় আছেন ৷ বোরো ধান কাটার আগে দেড় সপ্তাহ এমন ভীড় থাকে ৷
কৃষক সাইদ সরকার বলেন তিনটি পুরানো কাঁচি ধার কাটানোর জন্য এনেছেন ৷ তার কথায় ধান কাটার হাতিয়ার হলো কাঁচি ৷ এছাড়া পৌর শহরের বিমল কামারের দোকানে নতুন কাঁচি কিনতে আসা কৃষক শফিকুল ইসলাম বলেন সপ্তাহ খানেক বাদে বিঘা খানেক জমির ধান কাটতে পারবেন ৷ এদিকে দিনমজুর আইয়ুব আলীর কথায় ধান কাটা সামনে রেখে কাঁচি ধার কাটানোয় এনেছেন৷

বার্তা/এন

ইসরায়েল ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়,তার জবাব হবে কঠোর-ইরানের প্রেসিডেন্ট

উল্লাপাড়ায় কামারের দোকানগুলোতে এখন কৃষকের ভিড়

প্রকাশের সময় : ০৪:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটুরে কামার দোকানগুলোয় এখন কৃষক ভিড় বাড়ছে ৷ বোরো ( ইরি) ধান কাটতে পুরানো কাঁচি ধার কাটানো আর নতুন কিনতে কৃষকেরা কামার দোকানগুলোয় আসছেন ৷ এদিকে বোরো ধান কাটা সামনে রেখে কামারেরা এখন কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন ৷
উল্লাপাড়া উপজেলার প্রায় সব মাঠেই এবারেও বছরের প্রধান বোরো ধান ফসলের আবাদ হয়েছে ৷ কৃষকেরা বেশী হারে ফলনশীল উন্নত নানা জাতের ধানের আবাদ করেছেন ৷ আগাম করে আবাদ করা ধানের ছড়া বেরিয়েছে ৷ খোজ নিয়ে জানা গেছে ঈদের দু’চারদিন আগে থেকে রামকৃষ্ণপুর , সলঙ্গা ইউনিয়ন এলাকার বেশ কিছু মাঠে বোরো ধান কাটা শুরু হবে ৷ এর আগে প্রায় গোটা উপজেলার কৃষকেরা ধান কাটার হাতিয়ার কাঁচি ধার কাটানোয় নিজ এলাকার কামার দোকানগুলোয় যাচ্ছেন ৷ উপজেলার গ্রামীণ হাটগুলোয় এক দু’টি করে কামার দোকান আছে ৷ এছাড়া শহরে ওভার ব্রীজ এলাকায় , ঘোষগাতী মহল্লায় মিলে প্রায় পনেরটি কামার দোকান আছে ৷ উপজেলার সলঙ্গা ইউনিয়নের আংগারু হাটে খোলা জায়গায় সপ্তাহের দু’দিন হাটবারে অন্য সময় একজন কামার নিয়মিত দোকান নিয়ে বসলেও এখন দু’জন বসছেন ৷ কামার মোন্নাফ মিয়ার দোকানে জনা পাচেক কৃষককে বসে থাকতে দেখা গেছে ৷ এরা পুরানো কাঁচি ধার কাটানোর জন্য এনে কামার দোকানে দিয়ে অপেক্ষায় আছেন ৷ আবার নতুন কাঁচি কিনবেন বলে জানান ৷

কামার দোকানি মোন্নাফ মিয়া প্রতিবেদককে বলেন প্রায় দেড় যুগ ধরে কামার পেশায় আছেন ৷ বোরো ধান কাটার আগে দেড় সপ্তাহ এমন ভীড় থাকে ৷
কৃষক সাইদ সরকার বলেন তিনটি পুরানো কাঁচি ধার কাটানোর জন্য এনেছেন ৷ তার কথায় ধান কাটার হাতিয়ার হলো কাঁচি ৷ এছাড়া পৌর শহরের বিমল কামারের দোকানে নতুন কাঁচি কিনতে আসা কৃষক শফিকুল ইসলাম বলেন সপ্তাহ খানেক বাদে বিঘা খানেক জমির ধান কাটতে পারবেন ৷ এদিকে দিনমজুর আইয়ুব আলীর কথায় ধান কাটা সামনে রেখে কাঁচি ধার কাটানোয় এনেছেন৷

বার্তা/এন