যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র মাধ্যমে হতদরিদ্র অসহায় উষা রাণী (৩০) পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের ঋষি পল্লীর ভুমিহীন, দিনমজুর অসহায় কেস্ট দাস মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কোন আলোর দিশা না পেয়ে লোকের মুখে শুনে প্রায় একমাস পূর্বে আসে ঝিকরগাছার সেবা সংগঠনের অফিসে। পিতার আকুতি শুনে তাকে নিরাশ না করে অসহায় পিতার আলোর দিশা জ্বালাতে ঊষার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে সেবা সংগঠন। অসহায় পরিবারের দাবি ছিল তাদের মেয়ে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। এ পর্যায়ে সেবা সংগঠন উষা রাণীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে ক্যান্সার বিশেষজ্ঞ ডঃ আশিকুর রহমানের তত্বাবধানে পরিক্ষা নিরীক্ষা করিয়ে দেখা যায় তার কোন ক্যান্সার রোগ হয়নি। তার হার্টের সমস্যা ও একজিমা রোগ আছে। পরবর্তীতে তাকে সেবা সংগঠনের মাধ্যমে হার্টের ডাক্তারের সাথে যোগাযোগ করে ব্যবস্থাপত্র নিয়ে আগামী একমাসের ওষুধের ব্যবস্থা গ্রহণ করে রবিবার সকালে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসেন সেবা সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবরজান বরুন, মীর লুৎফর রহমান হেফজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য আসাদুল জামান, পানিসার ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হাসনা হেনা প্রমুখ।