ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমগাছের ডাল থেকে রুমিন আক্তার (১৯) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার কোয়াটল এলাকার এক বাড়ির পাসের আমগাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রুমিন আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কোয়াটল গ্রামের মৃত আব্দুল গফফুরের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় যে, সকালে বাড়ির পাশের আমগাছের সঙ্গে কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম ডন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রতিবেদন পেলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। পুলিশ ঘটনার তদন্ত করছে।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।