Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ১৮ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাহালুতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কাহালু( বগুড়া) প্রতিনিধি 
এপ্রিল ১৮, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

কৃষি  সম্প্রাসারণ   অধিদপ্তর  কাহালু, বগুড়া আয়োজনে। ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/ ২০২২-২০২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন। বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান। (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায়  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল- হাসিবুল হাসান সুরুজ, তিনি বলেন, সরকার কৃষি ও কৃষকদের মাঝে বিনামূল্যে, বীজ,সার বিতরণ করেন। জননেত্রী শেখ হাসিনা  বলেছন দেশের এক ইঞ্চি মাটিও যেন পরিত্যক্ত না থাকে। আর এই জন্য  আমাদের যার যে পরিমাণ জমি আছে তার কোন অংশ যেন পতিত পড়ে না থাকে। সার,বীজ,কীটনাশক সবকিছু সরকার সহজ লভ্য করেছে। আপনারা জমিতে সঠিক ভাবে ফসল উৎপাদন করবেন ও পরিচর্যা করবেন তাহলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। আর দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু। মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার,  উপজেলা উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানা, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও উপকারভুগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন। প্রতি কৃষকে সার এম ও পি ১০ কেজি,  ডি এ পি ২০ কেজি,মোট ৩০ কেজি, উফশী আউশ বীজ ৫ কেজি সহ, মোট ৪ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: