মালদ্বীপের হুলহুমালেতে এক পাকিস্তানি নাগরিকের ছুরির আঘাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি অভিবাসী। গত শনিবার (১৬ এপ্রিল) সেখানকার একটি পাকিস্তানি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, খানজি রেস্টুরেন্টে ওয়েইটার হিসেবে কাজ করতেন বাংলাদেশি ওই অভিবাসী। হামলাকারী ওই রেস্টুরেন্টের বাবুর্চি বলে শনাক্ত করা হয়েছে।
মালদ্বীপ পুলিশ সার্ভিস বলছে, তারা শনিবার সন্ধ্যায় হামলার খবর পান। হামলাকারী ২৬ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আবিদ। তিনি খানজি রেস্টুরেন্টে বাবুর্চি। ভিকটিমকে ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অধিক ইনজুরির কারণে তিনি মারা যান।
খবর পাবার পর পরই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু তার আগেই হামলাকারী পালিয়ে যায়। পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে।