শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন ছেড়েছে ৪৯ লাখ মানুষ: জাতিসংঘ

ছবি-সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে গত শনিবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেশটি ছেড়ে অন্য দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে প্রায় ৪৯ লাখ ইউক্রেনীয়। জাতিসংঘের হিসাবে সংখ্যাটা ৪৮ লাখ ৬৯ হাজার ১৯ জন বা ৪.৮ মিলিয়ন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৪৮ লাখ ৬৯ হাজার ১৯ জন মানুষ। তারা বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এর বাইরেও অতিরিক্ত ২ লাখ ১৫ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। এই লোকগুলো ইউক্রেনের নাগরিক নন, কিন্তু ওই দেশে বাস করতেন।

ইউক্রেন ছেড়েছে ৪৯ লাখ মানুষ: জাতিসংঘ

প্রকাশের সময় : ০৪:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে গত শনিবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেশটি ছেড়ে অন্য দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে প্রায় ৪৯ লাখ ইউক্রেনীয়। জাতিসংঘের হিসাবে সংখ্যাটা ৪৮ লাখ ৬৯ হাজার ১৯ জন বা ৪.৮ মিলিয়ন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৪৮ লাখ ৬৯ হাজার ১৯ জন মানুষ। তারা বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এর বাইরেও অতিরিক্ত ২ লাখ ১৫ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। এই লোকগুলো ইউক্রেনের নাগরিক নন, কিন্তু ওই দেশে বাস করতেন।