বিভিন্ন স্থানে চুরি করে এ রকম সংঘবদ্ধ দলের ৩ জন সদস্যকে চোরাইমাল সহ আটক করেছে, কাহালু থানা পুলিশ একজন পালাতক আছে। গতকাল (১৭এপ্রিল) রবিবার রাত অনুমান সাড়ে ৩ টা কাহালু পালপাড়া ওয়াক্তিয়া মসজিদের মাইকের সাউন্ড সিস্টেম (এ্যামপ্লিফায়ার) দু টি যার মূল ৪০ হাজার টাকা, চুরি করে বিক্রির জন্য নিজেদের কাছে রেখে দেয়। আটককৃত ব্যক্তিরা হলেন যথাক্রমে ১নং এখলাছ প্রাং (৩০) পিতা,আসাদ আলী, গ্রাম – মহেশপুর, ২নং মতিয়ার রহমান( ৩৩) পিতা,আব্দুর রাজ্জক, গ্রাম – শিলকওড়,৩নং জিল্লুর রহমান (৩৮) পিতা,গোলাম মোস্তফা, গ্রাম – বিনোদ মধ্যেপাড়া,সকলের থানা- কাহালু, বগুড়া। পালাতক আসামি বিপ্লব ফকির( ২৩) পিতা,বাদল ফকির, গ্রাম – সাগাটিয়া, কাহালু, বগুড়া। এবিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ বলেন,গতকাল কাহালু পালপাড়া গ্রামের ওয়াক্তিয়া মসজিদের র মুসুল্লীরা ভোর রাতে নামাজ পড়াতে এসে দেখে মাইকের সাউন্ড সিস্টেম (এ্যামপ্লিফায়ার) দু টি নেই। এরপর রাস্তার উপর দেখ একটি ইজিবাইকে করে ৪ জন লোক যায়। তাদের জিজ্ঞাস করলে একজন দৌড়ে পালিয়ে যায়।তখন মুসুল্লি রা ইজিবাইক সহ আটক করে এবং ইজিবাইকের ভিতরের যাত্রী সিটের নিচ থেকে মাইকের সাউন্ড সিস্টেম (এ্যামপ্লিফায়ার) উদ্ধার করে কাহালু থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাদের কে আটক করে থানায় নিয়ে আসে এবং জব্দ তালিকা তৈরি করে। অত্র মসজিদের সভাপতি আসামীদের নামে এজাহার দায়ের করে আসামীদের আাদলতে প্রেরণ করেন বলে জানান।
শাহাবুদ্দিন কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বিভিন্ন স্থানে চুরি করে এ রকম সংঘবদ্ধ দলের ৩ জন সদস্যকে চোরাইমাল সহ আটক করেছে, কাহালু থানা পুলিশ একজন পালাতক আছে। গতকাল (১৭এপ্রিল) রবিবার রাত অনুমান সাড়ে ৩ টা কাহালু পালপাড়া ওয়াক্তিয়া মসজিদের মাইকের সাউন্ড সিস্টেম (এ্যামপ্লিফায়ার) দু টি যার মূল ৪০ হাজার টাকা, চুরি করে বিক্রির জন্য নিজেদের কাছে রেখে দেয়। আটককৃত ব্যক্তিরা হলেন যথাক্রমে ১নং এখলাছ প্রাং (৩০) পিতা,আসাদ আলী, গ্রাম – মহেশপুর, ২নং মতিয়ার রহমান( ৩৩) পিতা,আব্দুর রাজ্জক, গ্রাম – শিলকওড়,৩নং জিল্লুর রহমান (৩৮) পিতা,গোলাম মোস্তফা, গ্রাম – বিনোদ মধ্যেপাড়া,সকলের থানা- কাহালু, বগুড়া। পালাতক আসামি বিপ্লব ফকির( ২৩) পিতা,বাদল ফকির, গ্রাম – সাগাটিয়া, কাহালু, বগুড়া। এবিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ বলেন,গতকাল কাহালু পালপাড়া গ্রামের ওয়াক্তিয়া মসজিদের র মুসুল্লীরা ভোর রাতে নামাজ পড়াতে এসে দেখে মাইকের সাউন্ড সিস্টেম (এ্যামপ্লিফায়ার) দু টি নেই। এরপর রাস্তার উপর দেখ একটি ইজিবাইকে করে ৪ জন লোক যায়। তাদের জিজ্ঞাস করলে একজন দৌড়ে পালিয়ে যায়।তখন মুসুল্লি রা ইজিবাইক সহ আটক করে এবং ইজিবাইকের ভিতরের যাত্রী সিটের নিচ থেকে মাইকের সাউন্ড সিস্টেম (এ্যামপ্লিফায়ার) উদ্ধার করে কাহালু থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাদের কে আটক করে থানায় নিয়ে আসে এবং জব্দ তালিকা তৈরি করে। অত্র মসজিদের সভাপতি আসামীদের নামে এজাহার দায়ের করে আসামীদের আাদলতে প্রেরণ করেন বলে জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।