সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট ( এনআইএলজি) আয়োজনে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ অবহিতকরণ কোর্স আজ মঙ্গলবার শেষ হয়েছে ৷ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা অফিসার্স ক্লাবে সাতটি ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্যদের অংশগ্রহণে এ কোর্স গত রবিবার শুরু হয় ৷ আজ মঙ্গলবার সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন ৷
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না .উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দীন , মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর প্রমুখ ৷ উপজেলার পূর্ণিমাগাঁতী . সলঙ্গা . হাটিকুমরুল . সদর উল্লাপাড়া . সলপ , পঞ্চক্রোশী ও কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্যগণ অবহিতকরণ কোর্সে অংশ নেন ৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।