৫২ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে ৮০ উর্দ বয়সের সোনাই নামের এক বৃদ্ধ। আপন বলতে তার নেই তেমন কেউ৷ কিশোর বয়সে ফুটবল খেলতে গিয়ে কোমরে আঘাত পেয়ে নেমে আসে তার জীবনে অন্ধকার। তার পর আর সংসার বাধা হয়নি তার, হয়নি আলোর জগতে ফেরা।
নৈশ প্রহরী ভাইয়ের সংসারে বোঝা হয়ে এখন সে প্রতিটি মুহুর্ত মৃত্যুর অপেক্ষায়। ঠিকমতো জোটে না খাবার, এমনকি অসুধপত্রও।
বার বার বিভিন্ন জনপ্রতিনিধির ধরণা ধরেও পায়নি কোন সাহায্য সহযোগিতা। এই অসহায় মানুষটির বসবাস পাবনা আমিনপুর থানার নয়াবাড়ি গ্রামে। সাহায্যের জন্য বিত্তবান মানুষের পাশে চান এই অসহায় মানুষটি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।