রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ব্যাবসায়ীদের যৌথ হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অবকাশ ভবনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমান আশিক বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর যেভাবে পুলিশ ও ব্যাবসায়ীরা যৌথভাবে হামলা করেছে তা ন্যাক্কারজনক। একটি স্বাধীন দেশে শিক্ষার্থীদের উপর এমন নগ্ন হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা সবসময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশে আছি।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউমার্কেটের ব্যাবসায়ী ও পুলিশ যৌথভাবে হামলা করে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী ও সংবাদ সংগ্রহের সময় কমপক্ষে ১৫ জন সংবাদকর্মী আহত হয়েছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।