বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উন্নত অস্ত্র থাকলে যুদ্ধ এতোদিনে শেষ করে দিতাম: জেলেনস্কি

ছবি-সংগৃহীত

ইউক্রেনে রুশ অভিযানের দুই মাস হতে চলেছে। তীব্র হামলায় অনেকটাই বিপর্যস্ত পূর্ব ইউরোপের দেশটি। তাই রুশ সেনাদের দমাতে যুক্তরাষ্ট্রসহ এর মিত্রদের কাছ থেকে অস্ত্র ও সামরিক সহায়তার আহ্বান জানাচ্ছে কিয়েভ। এতে সাড়া মিললেও তা পর্যাপ্ত নয়।

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, ইউক্রেনের হাতে উন্নত অস্ত্র থাকলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এতোদিনে শেষ হয়ে যেত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, সামরিক আগ্রাসনে রাশিয়া যে ধরনের অস্ত্র ব্যবহার করছে সেই তুলনায় যদি ইউক্রেনের কাছে উন্নত অস্ত্র থাকতো তাহলে আমরা ইতোমধ্যেই এই যুদ্ধ শেষ করে দিতাম।

বুধবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম..।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক বিশ্বের নেতাদের সাথে সকল বৈঠক ও আলোচনায় আমি বলেছি, এটি অন্যায় যে- ইউক্রেন এমন কিছুর জন্য এখন অন্যদের কাছে হাত পাততে বাধ্য হয়েছে যেগুলো আমাদের অংশীদার ও মিত্রদেশগুলো বছরের পর বছর ধরে সঞ্চয় করে চলেছে। সূত্র-বিবিসি

 

 

 

 

 

 

 

উন্নত অস্ত্র থাকলে যুদ্ধ এতোদিনে শেষ করে দিতাম: জেলেনস্কি

প্রকাশের সময় : ০১:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

ইউক্রেনে রুশ অভিযানের দুই মাস হতে চলেছে। তীব্র হামলায় অনেকটাই বিপর্যস্ত পূর্ব ইউরোপের দেশটি। তাই রুশ সেনাদের দমাতে যুক্তরাষ্ট্রসহ এর মিত্রদের কাছ থেকে অস্ত্র ও সামরিক সহায়তার আহ্বান জানাচ্ছে কিয়েভ। এতে সাড়া মিললেও তা পর্যাপ্ত নয়।

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, ইউক্রেনের হাতে উন্নত অস্ত্র থাকলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এতোদিনে শেষ হয়ে যেত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, সামরিক আগ্রাসনে রাশিয়া যে ধরনের অস্ত্র ব্যবহার করছে সেই তুলনায় যদি ইউক্রেনের কাছে উন্নত অস্ত্র থাকতো তাহলে আমরা ইতোমধ্যেই এই যুদ্ধ শেষ করে দিতাম।

বুধবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম..।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক বিশ্বের নেতাদের সাথে সকল বৈঠক ও আলোচনায় আমি বলেছি, এটি অন্যায় যে- ইউক্রেন এমন কিছুর জন্য এখন অন্যদের কাছে হাত পাততে বাধ্য হয়েছে যেগুলো আমাদের অংশীদার ও মিত্রদেশগুলো বছরের পর বছর ধরে সঞ্চয় করে চলেছে। সূত্র-বিবিসি