প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২২, ৫:০৬ পি.এম
ইবিসাসের নতুন সভাপতি শাহেদ, সম্পাদক ওয়াশিম

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ সম্পন্ন হয়েছে। এতে ডেইলি নিউ নেশন'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদুল ইসলাম সভাপতি এবং দৈনিক যায়যায়দিন'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাব উদ্দীন ওয়াশিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) বেলা ১২ টায় টিএসসিসির প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম নির্বাচনের ফল ঘোষণা করেন।
নবগঠিত ৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি অনি আতিকুর রহমান (মানবকন্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক ইমানুল সোহান (দেশ রুপান্তর) , দপ্তর সম্পাদক তাজমুল জায়িম (নয়া দিগন্ত), অর্থ সম্পাদক রাকিব মিয়া রিফাত (ডেল্টা টাইমস), প্রচার সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ (দৈনিক মানবজমিন) এবং কার্যনির্বাহী সদস্য ইমরান মাহমুদ (বাংলাদেশ জার্নাল)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. আাতাউল হক এবং সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন।
নির্বাচন পরবর্তী ফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদীয় ডিনবৃন্দ, হল প্রভোস্টসমূহ ও বিভিন্ন ছাত্রসংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho