আজ শুক্রবার (২২ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার জেলা সমিতির উদ্যোগে চট্টগ্রাম স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার জেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জনাব মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, দৈনিক আমাদের সময় ব্যুরোচীফ চট্টগ্রামস্থ রামু সমিতির সাধারণ সম্পাদক জনাব হামিদুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রফিক উল্লাহ, সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতিনুল ইসলাম রায়হান, আতিকুর রহমান, জনাব সোজা আকবর, ফরহাদ চৌধুরি, মোজাফফর আহমেদ, নুরুন্নবী, আব্দুল আলিম, ফারজানা রহমান বাবলি, কোহিনুর আক্তার, আলতাফ হোসেন, কাওসাইন মেহেদী হাসান, মফিজুল আলম, শহীদুল্লাহ আমানুল্লাহ এস এম মাহফুজ প্রমুখ।
বক্তাগণ কক্সবাজারবাসীর বহুদিনের স্বপ্ন দ্রুততম সময়ে কক্সবাজার রেল লাইনের কাজ সম্পন্ন করতে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানান।