Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ২২ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে র‍্যাবের গাড়িতে গুলিবর্ষণ, আহত ৩

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২২, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের সিংগাইরে র‍্যাবের গাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল)  মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসীরা র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গুলিবিদ্ধ সন্ত্রাসীর নাম জানাতে পারেনি র‍্যাব।

তিনি বলেন, রাতে একটি মাইক্রোবাসে র‍্যাবের টহল দল সিংগাইর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র‍্যাবের গাড়ি লক্ষ্যে করে গুলি ছোড়ে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হন। বর্তমানে তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে র‍্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম রওনা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।