
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলছে, শনিবার (২৩ এপ্রিল) সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিপ্লবী গার্ডসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসির ওপর হামলা হয়েছে। ইতিমধ্যে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
প্রাদেশিক রাজধানী জাহেদানের একটি তল্লাশি চৌকিতে হামলার ঘটনাটি ঘটেছে। নিহত দেহরক্ষী মাহমুদ আবসালান অঞ্চলটির বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডারের ছেলে।
এমন এক সময়ে হামলাটি হয়েছে, যখন দেশটিতে বিপ্লবী গার্ডসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছিল। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের সশস্ত্র বাহিনীর এই শাখাটি প্রতিষ্ঠা করা হয়।
আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। সীমান্ত অঞ্চলে সুন্নি ইসলামি বিদ্রোহী ও মাদকপাচার চক্র সক্রিয় রয়েছে। ইরানের সুন্নি মুসলমানদের ওপর বৈষম্য করার অভিযোগ রয়েছে। যদিও তেহরান সেই অভিযোগ অস্বীকার করে আসছে।
২০০৯ সালে এক আত্মঘাতী হামলায় বিপ্লবী গার্ডসের ছয় জ্যেষ্ঠ কমান্ডারসহ আরও ২৯ নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রভাবশালী সামরিক প্রতিষ্ঠানের ওপর এটি ছিল সবচেয়ে দুঃসাহসী হামলা। সূত্র-রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho