প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২২, ২:২৫ পি.এম
সাতক্ষীরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দ্রুতগামী মামুন পরিবহন কেড়ে নিল মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা পৌরসভার পানির লাইনের মিস্ত্রির প্রাণ। শনিবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে সাতক্ষীরা শহরতলির বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত ওবায়দুল্লাহ (৫৮) সাতক্ষীরা শহরের জজ কোর্ট সংলগ্ন পলাশপোল সরকারপাড়ার ছবর আলীর ছেলে ও সাতক্ষীরা পৌরসভার পানির লাইনের মিস্ত্রি।
শনিবার সকালে তিনি মোটরসাইকেলে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সকাল সোয়া ৮টার দিকে বকচরা মোড়ে বাইপাস সড়ক পার হওয়ার সময় যশোর থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৪৫) তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে জনতা ঘাতক পরিবহনটি আটক করে পুলিশে সোপর্দ করে।
দুর্ঘটনাকবলিত মামুন পরিবহন ও নিহত ওবায়দুল্লার ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে নিহতের মরদেহ। তবে পরিবহনের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছেন।
মরদেহ উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রাস্তা পার হওয়ার সময় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা অর্ঘো দেবনাথ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho