Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ২৩ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

মসজিদে ইমামের বেতন তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধি সিরাজগঞ্জ
এপ্রিল ২৩, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত খোরশেদ আলম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৩ এপ্রিল) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


নিহত খোরশেদ আলম সলঙ্গা থানাধীন চক মনোহরপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, শুক্রবার জুমার নামাজ শেষে চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই ওয়াজেদ আলী সরকারের সঙ্গে খোরশেদ আলমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মসজিদের বাইরে এসে ইউসুফ আলী ও তার লোকজন নিয়ে খোরশেদ আলমের ওপর হামলা ও মরধর করে। এতে খোরশেদ আলম গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শনিবার (২৩ এপ্রিল) সকালে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: