শরণখোলায় নলবুনিয়া গ্রামে শনিবার (২৩ এপ্রিল) বিকেলে দুই সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী সেলিনা বেগম (৩৫) গলায়দড়িদিয়েআত্মহত্যাকরেছেনবলেজানা গেছে।
পুলিশ জানায়, গৃহবধুর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ শনিবার বিকেল সাড়ে ৫টা ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের প্রবাসী আলমগীর খানের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত গৃহবধূর স্বামী আলমগীর খান সৌদী আরব থাকেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ . ইকরাম হোসেন বলেন , সেলিনা বেগমকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পাওয়া যায়। তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।
বার্তা/এন
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।