
গাজা উপত্যকার ফিলিস্তিনি কর্মীদের একমাত্র ক্রসিংটি বন্ধ করে দেবে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে তিনটি রকেট হামলার অভিযোগ তোলার পর শনিবার (২৩ এপ্রিল) এই ঘোষণা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী দল হামাস ইসরায়েল লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এসব রকেটের একটি খোলা মাঠে, আরেকটি ফিলিস্তিনি সীমানায় বিস্ফোরিত হয়। তবে এর বেশি তথ্য সরবরাহ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
এর আগে সপ্তাহের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে চারটি রকেট উৎক্ষেপণ করা হলেও সেগুলো প্রতিহত করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজার ব্যবসায়ী এবং কর্মীদের জন্য আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখা হবে।
গত সপ্তাহে দুইবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি গাজার সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। দখলকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে উত্তেজনার মধ্যে গাজা উপত্যকায় ঐ বিমান হামলা চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho