শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অস্বচ্ছল পরিবারের মাঝে ব্যারিস্টার সামির ছাত্তারের নগত অর্থ প্রদান 

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে   জামালপুরের বকশীগঞ্জে অসহায় পরিবারের মাঝে সাবেক শিল্প ও বাণিজ্য  মন্ত্রী এম এ সাত্তারের পুত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সামির সাত্তারের ব্যক্তিগত তহফিল থেকে  অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৪ এপ্রিল রবিবার উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে   ৫০ জন পরিবারের  মাঝে এই  অর্থ বিতরণ করা হয়। এর আগে শুক্রবার পৌর একালার মাস্টার বাড়ি ৫০ জনকে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কামরুজ্জামান  সুজন,  ব্যবসায়ী  খোকন আকন্দ, শিক্ষানবিশ আইনজীবি আল মোজাহিদ বাবু, সাইদুর , রতন, সাখাওয়াত , এমরান প্রমূখ।
এ এবিষয়ে ব্যারিস্টার সামিরের পক্ষে ব্যবসায়ী খোকন আকন্দ জানান, প্রতিটি রমজান মাসে  ও দুইটি ঈদে ব্যারিস্টার সামিরের  অনুদান  অসহায়দের মাঝে পৌছান   হয়  এবারও বরাবরের ন্যায়  বকশীগঞ্জ প্রতিটি ইউনিয়নে ও  পৌরসভায়  অসহায়দের, হতদরিদ্র, এতিম প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বকশীগঞ্জে অস্বচ্ছল পরিবারের মাঝে ব্যারিস্টার সামির ছাত্তারের নগত অর্থ প্রদান 

প্রকাশের সময় : ০৪:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে   জামালপুরের বকশীগঞ্জে অসহায় পরিবারের মাঝে সাবেক শিল্প ও বাণিজ্য  মন্ত্রী এম এ সাত্তারের পুত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সামির সাত্তারের ব্যক্তিগত তহফিল থেকে  অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৪ এপ্রিল রবিবার উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে   ৫০ জন পরিবারের  মাঝে এই  অর্থ বিতরণ করা হয়। এর আগে শুক্রবার পৌর একালার মাস্টার বাড়ি ৫০ জনকে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কামরুজ্জামান  সুজন,  ব্যবসায়ী  খোকন আকন্দ, শিক্ষানবিশ আইনজীবি আল মোজাহিদ বাবু, সাইদুর , রতন, সাখাওয়াত , এমরান প্রমূখ।
এ এবিষয়ে ব্যারিস্টার সামিরের পক্ষে ব্যবসায়ী খোকন আকন্দ জানান, প্রতিটি রমজান মাসে  ও দুইটি ঈদে ব্যারিস্টার সামিরের  অনুদান  অসহায়দের মাঝে পৌছান   হয়  এবারও বরাবরের ন্যায়  বকশীগঞ্জ প্রতিটি ইউনিয়নে ও  পৌরসভায়  অসহায়দের, হতদরিদ্র, এতিম প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।