ঈদের মাত্র সপ্তাহখানেক আগে রোববার (২৪ এপ্রিল) ভোর থেকে শরু করে বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়ায় যানবাহনের চাপ বাড়তে থাকে। সকাল থেকেই ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে পন্যবাহী ট্রাকসহ ছোট বড় সব মিলিয়ে দুই শতাধিক যানবাহন।
তবে নৌরুট পারাপারের ক্ষেত্রে ফেরির তুলনায় লঞ্চে যাত্রীর আগ্রহ বেশি দেখা গেছে। এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে মাত্র সাতটি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো.সোলেমান জানান, ভোর সারে ৬ টা থেকে এ নৌরুটে ১৫৩টি স্পিড বোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে। স্পিট বোড চলাচল করবে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লঞ্চ চলাচল করবে রাত ৮ টা পর্যন্ত।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে। দিনের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মোট ৭ টি ফেরি চলাচল করছে। তবে রাতের বেলায় দুই নৌরুটে মিলিয়ে সবেমাত্র ৪ টি ফেরি চলাচল করে।