রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের দেওবাড়ী আশ্রয়ন প্রকল্পের সন্নিকটের সিরাজপুর হাওর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বনগ্রাম এলাকার মোঃ সিরাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন এই অর্থদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন জানান,পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন এর দেওবাড়ীর প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্প,সন্নিকটের সিরাজপুর হাওর থেকে বালু ব্যবসায়ীরা ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করতেছিলেন এ কারণে আস্রয়ন প্রকল্প উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ার সম্ভাবনা ছিল। আমরা জানতে পারি আশ্রয়ন প্রকল্পের নিকট থেকে বালু উত্তোলন করা হচ্ছে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মোঃ সিরাজুল ইসলাম ও ৩ জন ড্রেজার মেশিনের শ্রমিককে ঘটনাস্থল থেকে আটক করে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন ।