প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ১০:৪৮ পি.এম
দুর্গাপুর সাংবাদিক সমিতির সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সাংবাদিক সংগঠন "দুর্গাপুর সাংবাদিক সমিতির"নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন দুর্গাপুর থানার নবাগত ওসি মোঃ শিবিরূল ইসলাম। রোববার সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় তিনি সাংবাদিকদের বলেন,জনগণের জন্য সর্বোচ্চ সেবা প্রদানে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। আমরা সর্বদা নিবেদিত দেশ ও জাতির কল্যাণে। মানুষ যেন নির্বিঘ্নে পুলিশি সেবা পায় আমাদের সে চেষ্টা সবসময়ই অব্যাহত থাকে। দুর্গাপুর থানায় যোগদান করে আমার প্রথম অঙ্গীকার মানুষের জন্য থানার সেবা খুব সহজ করে দেয়া। এছাড়া মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।
মতবিনিময়কালে বিভিন্ন মিডিয়ায় কর্মরত দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্যরা তাকে দুর্গাপুরে স্বাগত জানান। এখানকার বিভিন্ন অপরাধ নির্মূলে তারা তথ্যসেবা দিয়ে পুলিশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ শিবিরূল ইসলাম দুর্গাপুর থানায় যোগদান করেন ২১ এপ্রিল। ইতোপূর্বে তিনি পূর্বধলা থানায় কর্মরত ছিলেন। তিনি শিক্ষাজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। পেশাজীবনে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ২০১৬ সালে আইজিপি পদক লাভ করেন।
মতবিনিময় সন্ধ্যায় উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন,সাধারণ সম্পাদক কলি হাসান তালুকদার,মামুন রণবীর,দেলোয়ার হোসেন তালুকদার,রাজেশ গৌড়,ডা. মাওলানা আলী উসমান,শফিকুল আলম সজীব,পলাশ সাহা,নূর আলম,আদনানুর রহমান এবং কাওসার আহমেদ মিঠুন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho