Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২৫ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

দুই গোত্রের সহিংসতায় সুদানে নিহত ১৬৮

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ২৫, ২০২২ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সুদানের আরব ও স্থানীয় বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯৮ জন।

রোববার (২৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, বৃহস্পতিবার দেশটির যুদ্ধবিধ্বস্ত পশ্চিম দারফুর প্রদেশের ক্রেইনিকে অজ্ঞাত ব্যক্তির বন্দুক হামলায় দুজন নিহত হন। এর জেরেই সেখানে আরব ও স্থানীয় বংশোদ্ভূতদের মধ্যে দাঙ্গা শুরু হয়। এতেই এই হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের ওপরও হামলা চালানো হয়।

সুদানের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই আরব বংশোদ্ভূত। বাকি ৩০ শতাংশ বিভিন্ন জাতিগোষ্ঠীর।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে সুদানের এ অঞ্চলটিতে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। মূলত জমি, পশুপালন ও জলাধারের দখল নিয়ে এ সংঘাত চলে আসছে।

সূত্র : আলজাজিরা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: