সোমবার ২৫ এপ্রিল সাভার সিটি সেন্টারে ‘সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন’র ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
ডাক্তার এনামুর এমপি বলেন সাংবাদিক জাতিক বিবেক তাদের প্রতিটি সংবাদ যেন দেশ ও জাতির কল্যান হয় ঠিক সেই ভাবে বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহবান জানান। ইফতারের দোয়া ও পড়েন মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, মঞ্জুরুল আলম রাজিব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , ডা. সায়েমুল হুদা, সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল।
এ সময় আরও উপস্থিত যারা ছিলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান, পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ প্রমুখ।