Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ক্ষেতলালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

শাহিনুর ইসলাম শাহিন, ক্ষেতলাল (জয়পুরহাট)
এপ্রিল ২৬, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

“নিজের জমি আপন ঘর” আগামী ঈদ উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও বাসগৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে জমির দলিল ও দুইকক্ষ বিশিষ্ট বাসগৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ক্ষেতলাল উপজেলা প্রশাসন সংযুক্ত থেকে পাঁচ ইউনিয়নের ১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাসগৃহের চাবি তুলেদেন।
এ সময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.মোরশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান নূরুন্নাহার গুন্নাহ্, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।