সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৪০ পরিবার জমিসহ সেমিপাকা ঘর পেলেন ৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ – ২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে আজ মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবারকে ঘরের চাবি ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জে তেতুলিয়া মৌজায় আশ্রয়ণ প্রকল্পে বসতঘরগুলো নির্মাণ করা হয়েছে ৷
এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান , ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর প্রমুখ ৷ অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আশ্রয়ন প্রকল্প -২ এর তৃতীয় পর্যায়ে আজ মঙ্গলবার সারাদেশে ৩২ হাজার ৪০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি সহ সেমিপাকা ঘর দেওয়া হয়।