Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

সখীপুরে তরমুজ চাষে সফল দুই কৃষক 

এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল)
এপ্রিল ২৮, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন একই গ্রামের দুই কৃষক । রোগ-বালাই কম হওয়ায় ও স্বল্প খরচে ভালো ফলনের মাধ্যমে লাভবান হয়েছেন তারা। রমজান উপলক্ষে বর্তমানে বাজারে তরমুজের বেশ চাহিদা রয়েছে। এ তরমুজ দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু । তরমুজ চাষে তাদের এমন সফলতা দেখে অন্যান্য কৃষদের মাঝে আগ্রহ দেখা দিয়েছে। এ অঞ্চলে তরমুজ চাষের ব্যাপক সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ।
সরেজমিনে দেখা যায়, সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে বোয়ালী ডিগ্রি কলেজের প্রভাষক এস এম শফিকুল ইসলাম তার ১ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে তরমুজ আবাদ করেন । অল্প খরচে মাত্র ৭০ দিনে তার জমিতে ফলন আসতে শুরু করে। ইতোমধ্যে একেক টি তরমুজের ওজন ৪ থেকে ৬ কেজি হয়ে উঠেছে। পাকতেও শুরু করেছে।
এ ব্যাপারে তিনি বলেন, এক সময় তিনি ওই জমিতে ধান চাষ করলেও এ বছর তিনি ওই জমিতে তরমুজ চাষ শুরু করেন। এ এলাকায় তরমুজের আবাদ নতুন হওয়ায় প্রথমে তিনি ভয়ই পেয়েছিলেন। আবহাওয়া অনুকুলে থাকায় এবং বাজারে তরমুজের বাজার মূল্য ভালো থাকায় তার সে ভয় কেটে গেছে। মাত্র ৮০ দিনের মাথায় সফলতা পান তিনি। তার বাগানের প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। ওই জমি থেকে তিনি এ বছর প্রায় ১ লাখ ৬০ হজার টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলেও তিনি জানান।
এদিকে একই গ্রামের কৃষক মানিক আল মামুনও তরমুজ চাষে সফলতা দেখিয়েছেন। তিনি জানান, এবার আমি মালচিং পদ্ধতিতে দুই বিঘা জমিতে তরমুজের চাষ করি। আমার জমিতে চার জাতের তরমুজ রয়েছে। ইতোমধ্যে আট শতাধিক গাছে তরমুজ ধরেছে। তরমুজ বিক্রিও শুরু করেছি। উপজেলার বিভিন্ন স্থান থেকে ক্রেতারা জমি থেকেই পছন্দ মতো তরমুজ কিনে খুশি মনে বাড়ি ফিরছেন। আশা করছি খরচের তুলনায় দ্বীগুন লাভবান হবো। ইতোমধ্যে আমার এই তরমুজ চাষ দেখে অনেক কৃষক পরামর্শ নিতে আসছে। আমি তাদের মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের সুবিধা সম্পর্কে জানিয়েছি। আগামীতে তিনি আরো ব্যাপকভাবে তরমুজ চাষ করবেন বলে জানান।
স্থানীয় কৃষক তাহেরুল ইসলাম ও আজাহার আলী জানান, তরমুজ চাষ কম খরচে ও কম পরিশ্রমে এত ভালো লাভজনক আগে জানতাম না। তারা আগামীতে ব্যাপকভাবে তরমুজ চাষ করবেন বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজের বাম্পার ফলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। লাভজনক হওয়ায় আগামীতে এ অঞ্চলে আরও বেশি পরিমাণে তরমুজের চাষ হবে বলে আশা করা হচ্ছে। আমরা চাষীদের পাশে আছি। কৃষক তাদের উচ্চ মূল্যের ফসল যাতে লাভজনক অবস্থায় নির্বিঘ্নে ঘরে তুলতে পরে সেজন্য কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।