Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

টি-টোয়েন্টি: সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় তিনে সাকিব

স্পোর্টস ডেস্ক
এপ্রিল ২৮, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে ৪০৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।

গতকাল শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর বাকি ৫ জন কারা, তা সমর্থকদের আইডিয়া করতে বলা হয়েছে। তবে ওই পাঁচ জন কোন দেশের তা জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

শীর্ষে থাকা শেন ওয়াটসনের রেটিং ৫৫৭। দুই নম্বরে রয়েছে একজন পাকিস্তানি। তার রেটিং ৪১২। তিনে সাকিব আল হাসান। চারে ৩৯৭ রেটিং নিয়ে একজন অস্ট্রেলিয়ান। পাঁচে ৩৬৩ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ভারতের যুবরাজ সিং।

ছয় নম্বরে একজন শ্রীলঙ্কান ও সাতে এক আফগান। তাদের রেটিং যথাক্রমে ৩৬২ ও ৩৫৫। আটে অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, রেটিং ৩৫০। নয়ে ওয়েস্ট ইন্ডিজের একজন, রেটিং ৩২১। এবং তালিকার দশ নম্বরে ৩০০ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।