আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ১৬ নং নারগুন ইউনিয়ন হতদরিদ্রদের মাঝে প্রায় ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নারগুন ইউনিয়নে এই চাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলার পি আই ও জাহাঙ্গীর আলম।
এবারে ঈদ উপলক্ষে ওই ইউনিয়নের ১৮৫০ জন হতদরিদ্রদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেরুকুল ইসলাম সচিব সহ ওই ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যারা।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।