Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২০ মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ২৮, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় ২০ জন মুসল্লি নিহত হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের একজন ইসলামিক নেতা।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই সহিংসতা প্রতিবেশী টাইগ্রে অঞ্চলের সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয়।

বুধবার আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের সভাপতি সাইদ মুহাম্মদ রয়টার্সকে বলেন, গতকাল যখন মুসলমানরা এক ব্যক্তিকে দাফন করতে যাচ্ছিলেন, তখন এ ঘটনা ঘটে।

সাইদ বলেন, সশস্ত্র ব্যক্তিরা গোন্ডার শহরে সমবেত মুসলিমদের দিকে একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। বাকিরা পরবর্তী সহিংসতায় মারা যায়।

তিনি আরও বলেন, সেখানে দোকানপাট লুটপাট করা হয়েছে এবং তিনটি মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাদুরে আগুন লাগানোয় একটি মসজিদের সামান্য ক্ষতি হয়েছে।

আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ বলেন, ঘটনার তদন্ত চলছে এবং তিনি পরে বিস্তারিত জানাবেন।

সূত্রের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আহত ১৫ জনকে গোন্ডার রেফারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন গুলিবিদ্ধ বা বিস্ফোরণে আহত হয়েছেন, তা স্পষ্ট নয়।

সূত্র : আলজাজিরা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।