
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে জামাত বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে ৷
গতকাল বুধবার রাত নয়টার দিকে শহরের থানা সড়কের হাটখোলা সড়কের কাছাকাছিতে তার উপর হামলা চালিয়ে আহত করা হয়৷ উপজেলা ছাত্রলীগের আয়োজনে সভাপতি সারোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে দুপুর সাড়ে বারোটায় শহরের গুলিস্থান এলাকায় এ মানবন্ধন ও প্রতিবাদ সভা হয় ৷ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ ৷ প্রায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতা কর্মীগণসহ উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ অংশ নেন ৷ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে হামলা চালিয়ে আহত করার ঘটনায় মডেল থানায় তার ভাই আল আমিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho