ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এলিজা আক্তার (২৫) নামে এক যুবতীর পুকুরে ডুবে মৃত্যূর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভেদাইল গ্রামের এক পুকুর থেকে এলিজা আকতার (২৫) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত এলিজা ভেদাইল গ্রামের লুৎফর রহমানের মেয়ে। পরিবার সুত্রে জানা যায় এলিজা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এলিজা আকতার তাদের গ্রামের একটি পুকুরে গাছের পাতা কুড়াতে যায়। মৃগীরোগী এলিজা একসময় পুকুরে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত ওই পুকুর থেকে এলিজার লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার রায় বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত যুবতী মৃগীরোগী ছিল বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বার্তা/এন