প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২২, ১১:৪২ পি.এম
জমি নিয়ে বিরোধ, কলেজ প্রভাষককে মারধর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া কলেজের ইংংরেজি প্রভাষক আরিফুজ্জামানকে জমিনিয়ে বিরোধের জের ধরে মারপিট করার অভিযোগ উঠেছে একই এলাকার তাহাজুল ইসলাম (দোয়ারী) গং এর বিরুদ্ধে।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে,উপজেলার উত্তর গোতামারী গ্রামের তাহাজুল ইসলাম (দোয়ারী)এর সাথে একই এলাকার মৃত.আফতাব উদ্দিন আহম্মেদ এর ছেলে, দইখাওয়া আদর্শ কলেজের ইংরেজি প্রভাষক আরিফুজ্জামান (৪১) এর জমিজায়গা নিয়ে বিরোধ নিয়ে দীর্ঘদিন থেকে চলে আসছিল, তারই জের ধরে বুধবার দিনগত রাত ১১টার পর নিজবাড়ীর খোলানে প্রভাষক আরিফুজ্জামান এর সাথে তাহাজুল ইসলাম (দোয়ারী) এর তর্কবিতর্ক শুরু হয়। এরই একপর্যায়ে তাহাজুল ইসলাম এর ছেলে,ফরিদুল ইসলাম,মজিদুল ইসলাম গং ছুটে এসে হঠাৎ প্রভাষক আরিফুজ্জামান এর উপর হামলা করে মাথায় আগাত করে আহত করে এবং প্রভাষক আরিফুজ্জামান এর পরিবারকে বাড়ী থেকে উচ্ছেদ করে দেওয়া সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। তখন স্থানীয়রা ছুটে এসে প্রভাষক আরিফুজ্জামানকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে প্রভাষক আরিফুজ্জামান বাদী হয়ে ন্যায় বিচার প্রার্থনা করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে তাহাজুল ইসলাম (দোয়ারী) এর সাথে একাধিকবার যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho