মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চালতিপাড়া নামক এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান আরোহী তুষার রাজবংশী (৪৫) নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কে স্বাধীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী শ্রীনগর উপজেলার রাড়ীখাল গ্রামের তুষার নিহত হন এবং সাথে থাকা অন্যান্য ব্যবসায়ীদের গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসাড়া হাইওয়ে থানা এসআই জহির এ তথ্য নিশ্চিত করে আরো জানান, এ ঘটনায় আরো অন্তত দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পর থেকে বাসচালক পলাতক। পিকআপ ভ্যান ও বাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ সচল রয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।