Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২ মে ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

গরীব-অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন লিও বাঁধন

Link Copied!

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে , গরীব দুস্থ ও অসহায় মানুষদের মাঝে, তাদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করলেন লিও লিও মোঃ বাধন আহম্মেদ।
সোমবার ২মে বিকেলে নিজ এলাকা সাভারে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের সহ-সভাপতি লিও মো: বাঁধন আহমেদ।
ঈদ উপহার মধ্যে, প্রতি প্যাকেট ছিল কাপড়, চাল, ডাল ,সেমাই ,চিনি, তেল, দুধ,কিসমিস ও বাদাম।
এ বিষয়ে জানতে চাইলে,ডিস্ট্রিক্ট কাউন্সিলের সহ-সভাপতি লিও মো: বাঁধন বলেন,ঈদ কে ঘিরে মুসলিমদের উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নানান আয়োজন দেখা গেলেও । পথে ঘাটে হাজারো মানুষের ভিড়ে বহু নিম্নবিত্ত ও অসহায় মানুষ আছে,যাদের দু’বেলা দুমুঠো খাবার জোটে না। এই ঈদে তাদের পাশে দাড়িয়েছে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ।প্রথম রোজা থেকে শুরু করে মাসব্যাপী ইফতার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করেছেন তারা।
এটি একটি মানবিক সংগঠন ।
এ সময় লিও মো: বাধন আহমেদ আরো বলেন, ঈদের মানে আনন্দ, সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই আসল খুশি। এসময় তিনি সকলে কাছে তার লায়ন্সের অভিভাবক লায়ন্স জেলা গর্ভনর লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ,১ম ভাইস গর্ভনর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন ড.দেওয়ান সালাউদ্দিন বাবু ও লায়ন জাহাঙ্গীর আলম জিতু সহ সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।