শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার ৪ এপ্রিল বিকেলে জেলার সদর উপজেলার ১নং অমর খানা ইউনিয়নের মডেলহাট- জামাদার পাড়া  এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার মোঃ পয়কাম ইসলামের ছেলে নতুন, মোঃ তারেক বিলালের ছেলে শিশির ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক। তারা তিন জনেই ছাত্র৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে জিয়া বাড়ি থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে সড়কে ছিটকে পড়ে ৷ পরে স্থানীয়রা  ঘটনাস্থলে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের তিন জনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৯:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২

পঞ্চগড়ের সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার ৪ এপ্রিল বিকেলে জেলার সদর উপজেলার ১নং অমর খানা ইউনিয়নের মডেলহাট- জামাদার পাড়া  এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার মোঃ পয়কাম ইসলামের ছেলে নতুন, মোঃ তারেক বিলালের ছেলে শিশির ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক। তারা তিন জনেই ছাত্র৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে জিয়া বাড়ি থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে সড়কে ছিটকে পড়ে ৷ পরে স্থানীয়রা  ঘটনাস্থলে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের তিন জনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।