সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ব্যবসায়ী মোঃ পলাশ (৩৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তার স্ত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৬ মে) দুপুরে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলায় মোড়ে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত পলাশ উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি সলপ রেলওয়ে স্টেশন বাজারে মেসার্স পলাশ স্টোরের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ব্যবসায়ী পলাশ তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। মহাসড়কের শ্রীকোলা এলাকায় পিছন থেকে একটি সিএনজি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা দুজনই ছিটকে রাস্তার মাঝে পড়ে যান। এসময় আহত পলাশ তার আহত স্ত্রীকে বাঁচাতে উঠে এসে তাকে তোলাকালে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় পলাশ ঘটনাস্থলেই মারা যায়।
উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যানের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।