ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্যই বাজারে সরবরাহ সংকটের কারসাজি করেছেন মিল মালিক থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও। সোমবার (৯ মে) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।
এর আগে বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেছেন। তেলের দাম নির্ধারণ দ্রুত না করে সময় নিয়ে করলে ভালো হতো বলে তারা মত দিয়েছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।