
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১০ নং বড়হর ইউপি নির্বাচনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে ৷ আগামী ১৫ জুন নির্বাচন হবে ৷ চেয়ারম্যান ও সদস্য পদে আগামী ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৷ এরই মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে সাতজন আবেদন করেছেন ৷ এরা হলেন - বড়হর ইউপির বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জহুরুল হাসান , বড়হর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন , সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ সরকার , ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম চৌধুরী , ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ বাদশা , ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহীন আলম ও শরিফুল ইসলাম বাবু ৷
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন , বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে সাতজন আবেদন করেছেন ৷
উপজেলা নির্বাচন অফিস সুত্রে , বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান এবং সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগামী ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৷ আর ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৮৬১ জন ৷
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদ রানা আরো জানান বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১২ টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হবে ৷ উল্লাপাড়া উপজেলায় বড়হর ইউপি নির্বাচনে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হবে ৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho