অগ্নিকাণ্ডের হুমকিতে পড়েছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। তার বিলাসবহুল বাংলো মান্নাতের ঠিক পাশের বহুতলে ভয়াবহ আগুন লাগলে ওই হুমকি তৈরি হয়।
গতকাল সোমবার (৯ মে) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে করে আতঙ্কে ছিলেন শাহরুখ খানের পরিবারের সদস্যরা। তবে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, এখন দমকলের একাধিক ইঞ্জিন আছে। তার পাশাপাশি অ্যাম্বুলেন্স ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা এখন উপস্থিত আছেন ঘটনাস্থলে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
২১ তলা এই বিল্ডিং-এর ১৪ তলা থেকে আগুনের সূত্রপাত। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। শাহরুখ ভক্তদের মনে ভয় তৈরি হয়েছে। শাহরুখ খানের বাড়ি হওয়ায় বান্দ্রার অন্যতম হাই প্রোফাইল জোন এটি। ঘটনাস্থলের ভিড় সামাল দিতে কাজ করেছে বিশাল পুলিশ বাহিনী।